Wednesday, June 29, 2016

সাধারন জ্ঞান

               সাধারন জ্ঞান


1.গুরুদেব সম্বোধন করা হয় -

(ক) বিবেকানন্দ (খ) গান্ধিজী (গ) রবীন্দ্রনাথ

উ: (গ) রবীন্দ্রনাথ

2.সারে জাঁহা সে আচ্ছা - উক্তিটি কার-

(ক) বঙ্কিমচন্দ্র (খ) মহম্মদ ইকবাল (গ) বাল গঙ্গাধর তিলক

উ: (খ) মহম্মদ ইকবাল

3.সর্বপ্রথম এভারেষ্ট বিজয়ী ভারতীয় মহিলা হল-

(ক) কাদম্বিনী গঙ্গোপাধ্যায় (খ) অল ব্রাইট (গ) বাচেন্দ্রী পাল

উ: (গ) বাচেন্দ্রী পাল

4.'Unhappy India' বইটির লেখক হল-

(A) লালা লাজপত রায় (B) R.K Narayan (C) সত্যেন্দ্র নাথ ঠাকুর

উ:(A)  লালা লাজপত রায়

5.'Indian Home Rule'- গ্রন্থটির লেখক হল-

(A)বাল গঙ্গাধর তিলক (B) সরোজিনী নাইডু (C) মহোনদাস করমচাঁদ গান্ধী

উ:(C) মহোনদাস করমচাঁদ গান্ধী

6.'হাজার চুরাশীর মা'- গ্রন্থটির লেখক হল-

 (A) লীলা মজুমদার (B) মহাশ্বেতা দেবী (C) তসলীমা নাসরীন

উ:(B) মহাশ্বেতা দেবী

7. চর্যাপদ কে আবিষ্কার করেন-

(A).বসন্ত রঞ্জন বন্দোপাধ্যায় (B)অতুলপ্রসাদ. (C)হরপ্রসাদ শাস্ত্রী

উ:(C) হরপ্রসাদ শাস্ত্রী

8.'লজ্জা' গ্রন্থটির লেখক হল-

(A) লীলা মজুমদার(B) মহাশ্বেতা দেবী(C)তসলীমা নাসরীন

উ:(C) তসলীমা নাসরীন

9.'Discovery Of India' গ্রন্থটির লেখক হল-

(A)জওহরলাল নেহেরু. (B)বাল গঙ্গাধর তিলক. (C). মহোনদাস করমচাঁদ গান্ধী

উ:(A)জওহরলাল নেহেরু

10.'গণদেবতা" গ্রন্থটির লেখক হল-

(A).বিভূতিভূষন বন্দোপাধ্যায়  (B).তারাশঙ্কর বন্দোপাধ্যায় (C). শরৎ চন্দ্র চট্টোপাধ্যায়

উ:(B) তারাশঙ্কর বন্দোপাধ্যায়