Showing posts with label একটু পড়ো(প্রস্তুতি). Show all posts
Showing posts with label একটু পড়ো(প্রস্তুতি). Show all posts

Thursday, August 4, 2016

সাধারন জ্ঞান

                         সাধারন জ্ঞান
1• কাকে" ঐতিহ্যবাহী  আধুনিকতাবাদী"-বলা হয়?(WBCS-2015)
উঃ-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
2•লর্ড মাউন্টব্যাটেন কাকে 'একাই এক সীমান্ত বাহিনী ' বলে উল্লেখ করেছেন  ?(WBCS-2015)
উঃ-মোহনদাস করমচাঁদ গান্ধী
3•কোন গুপ্ত শাসক 'বিক্রমাদিত্য' নামে পরিচিতি  ?(WBCS-2013)
উঃ- দ্বিতীয় চন্দ্রগুপ্ত
4•তাঁর শিলালিপিতে অশোক নিজেকে কী বলে অভিহিত করে?(WBCS-2013)
উঃ-দেবনামপ্রিয় প্রিয়দর্শিনী
5•গুপ্ত বংশের কোন রাজা "লিচ্ছবিদৌহিত্র " নামে পরিচিত ?(WBCS-2012)
উঃ-সমুদ্রগুপ্ত
6•কাকে বলা হয় " ভারতীয় রেনেশাঁসের ভোরের শুকতারা "  ?(WBCS-2011)
উঃ-রাজা রামমোহন রায়
7•কে 'অমিত্রঘাত' নামে পরিচিত  ?(WBCS-2011)
উঃ-বিন্দুসার
8•"সনাতনপন্থী সংস্কারক " কাকে বলা হয়  ?(WBCS-2010)
উঃ-স্বামী বিবেকানন্দ
9•"ভারতীয় বিপ্লবীদের জননী" নামে কে খ্যাত  ?(WBCS-2001,2004,2005,2010)
উঃ-মাদাম কামা
10•ভারতের 'লৌহমানব ' কাকে বলা হয়  ?(WBCS-2009)
উঃ-সর্দার বল্লভভাই প্যাটেল
11•"হিন্দুস্থানের তোতাপাখী "কোন সুলতানি কবিকে বলা হয় ?(WBCS-2009)
উঃ - আমির খসরু
12•"সীমান্ত গান্ধী "নামে কে পরিচিত?(WBCS-2009)
উঃ-আব্দুল গফফর খাঁন
13•মুঘল ভারতে কে "জিন্দাপীর" নামে পরিচিত  ?(WBCS-2004,2008)
উঃ-ঔরঙ্গজেব
14•"অন্ধ্র-কবিতা-পিতামহ" উপাধি কাকে দেওয়া হয়?(WBCS-2007)
উঃ-পেড্ডন
15•সুলতানি যুগে" প্রকৃত রাজা " কে ছিলেন?(WBCS-2007)
উঃ-ইলতুৎমিস
16•"কাকাসাহেব " নামে কে পরিচিত?(WBCS-2006)
উঃ- নৌরজি ফাড়ুনজি
17• কোন ভাইসরয়কে "উজ্বল বিফলতা " বলা হয়?(WBCS-2006)
উঃ-লর্ড কার্জন
18•"আধুনিক ভারতের প্রবক্তা " কাকে বলা হয়?(WBCS-2006)
উঃ- রাজা রামমোহন রায়
19•"ভারতের চমৎকার বৃদ্ধ " কাকে বলা হয়?(WBCS-2002,2004)
উঃ-দাদাভাই নৌরজী
20•"ভারতের অর্ধনগ্ন ফকির " ব্রিটিশ প্রধানমন্ত্রি কার সম্বন্ধে বলেছেন?(WBCS-2005)
উঃ- মোহনদাস করমচাঁদ গান্ধী 

Wednesday, August 3, 2016

সাধারন জ্ঞান

                      সাধারন জ্ঞান
1•"ফেল করা ব্যাঙ্কের উপর ভবিষ্যতের তারিখ দেওয়া চেক" কার আগমন উপলক্ষে গান্ধীজির এই উক্তি   ?(WBCS-2001,2015)
উঃ-ক্রিবস্ মিশন
2•"সব লাল হো জায়েগা "-কার উক্তি?(WBCS-2004,2013)
উঃ-রঞ্জিত সিং
3•"স্বরাজ আমার জন্মগত অধিকার " কে বলেছিলেন  ?(WBCS-2003,2005,2007,2012)
উঃ- বাল গঙ্গাধর তিলক
4•কে বলেছিলেন "কংগ্রেস যদি দেশ বিভাগ গ্রহণ করতে ইচ্ছুক হয়,তা হবে আমার মৃতদেহের উপর দিয়ে "?(WBCS-2011)
উঃ-মোহনদাস করমচাঁদ গান্ধী
5•"আগামী পঞ্চাশ বছর ভারতীয়দের একমাত্র উপাস্য দেবতা হোক ভারতমাতা" কার উক্তি?(WBCS-2008)
উঃ- স্বামী বিবেকানন্দ
6•"বাংলার ঘরে যত ভাই-বোন এক হউক, হে ভগবান " কে লিখেছিলেন?(WBCS-2008)
উঃ-রবীন্দ্রনাথ ঠাকুর
7•"আমি আপনাদের একটি মুসলমান প্রদেশ দিতেছি"- বলেছিলেন?(WBCS-2007)
উঃ-লর্ড কার্জন
8•"We shall make the settled fact unsettled" কার উক্তি  ?(WBCS-2006)
উঃ -সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়
9•"আমার কথা দিয়ে নয়, কাজ দিয়ে আমাকে বিচার করুন" কে বলেছিলেন?(WBCS-2006)
উঃ-লর্ড রিপন
10•"আমার দেশকে ভালোবাসা যদি অপরাধ হয়,তবে আমি অপরাধী " -এই উক্তিটি কার?(WBCS-2001,2005)
উঃ-অরবিন্দ ঘোষ
11•"শিক্ষা অপেক্ষা করিতে পারে কিন্তু স্বরাজ নয় " উক্তিটি কার?(WBCS-2005)
উঃ-মোহনদাস করমচাঁদ গান্ধী 
12•"মায়ের দেওয়া মোটা কাপড়, মাথায় তুলে নেরে ভাই " -কোন চরন কবি গেয়েছেন?(WBCS-2005)
উঃ-মুকুন্দ দাস
13•"We have nothing to fear but fear itself" উক্তিটি কার?(WBCS-2005)
উঃ-জওহরলাল নেহেরু 
14•"রাম রহিম এক হ্যায়, নাম ধরা হ্যায় দো "সুলতানি যুগে একথা কে ঘোষনা করেছিলেন?(WBCS-2004)
উঃ-কবির
15•দীন-ই-ইলাহী ছিল "আকবরের নির্বুদ্ধিতার চরম নিদর্শন " কে বলেছেন  ?(WBCS-2004)
উঃ-V.A.Smith
16•"পচনশীল  ক্ষয়ে যাওয়া গাছের গোড়াতে যদি আমরা কুঠারাঘাত করি,ডালপালা গুলি নিজের থেকেই খসে পড়বে "-এটি কার উক্তি?(WBCS-2002)
উঃ-প্রথম বাজীরাও
17•1857 সালের মহাবিদ্রোহকে "একটি পরিকল্পিত স্বাধীনতার যুদ্ধ " এই বলে কে অভিহিত করেন?(WBCS-2002)
উঃ-বিনায়ক দামোদর সাভারকর
18•আদি কংগ্রেসের সম্মেলনকে "তিন দিনের তামাসা " বলে কে উক্তি করেন?(WBCS-2001)
উঃ-অশ্বিনী কুমার দত্ত
19•"Let a hundred flowers bloom" উক্তিটি কার?(WBCS-2001)
উঃ-মাও সে তুং
20•"স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়" কার রচনা?(WBCS-2005)
উঃ-রঙ্গলাল বন্দোপাধ্যায়

Sunday, July 31, 2016

সাধারন জ্ঞান

                       সাধারন জ্ঞান
1•হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় কত সালে নেপালের রাজ দরবার থেকে 'চর্যাপদ ' পুঁথিটি উদ্ধার করেন  ?
উঃ-1907
2•'তারিখ -ই-ফিরোজশাহী' গ্রন্থটির রচয়িতা কে  ?
উঃ-জিয়ুদ্দিন বারানী
3•প্যারিসে 'বন্দেমাতরম ' পত্রিকাটি কে সম্পাদনা করেন  ?
উঃ-মাদাম কামা
4•ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে নির্বাচিত হয়েছিলেন?
উঃ-বদরুদদ্দিন তায়াবজী
5•আন্দামানে কোন ভারতীয় গভর্নর জেনারেল নিহত হয়েছিলেন?
উঃ-লর্ড মেয়ো
6•দিল্লীর কোন সুলতান ক্রীতদাসের জন্য একটি পৃথক দপ্তর খোলেন?
উঃ-ফিরোজ শাহ তুঘলক
7•কে বলেছিলেন 'কংগ্রেস যদি দেশ বিভাগ গ্রহন করতে ইচ্ছুক হয়,তা হবে আমার মৃতদেহের উপর দিয়ে" ?
উঃ-মোহনদাস করমচাঁদ গান্ধী 
8•আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়  ?
উঃ-8 th March
9•"আগামী পঞ্চাশ বছর ভারতীয়দের একমাত্র উপাস্য দেবতা হোক 'ভারতমাতা'" কার উক্তি  ?
উঃ-স্বামী বিবেকানন্দ
10•'স্বদেশবান্ধব সমিতি' কে প্রতিষ্ঠা করেন?
উঃ-অশ্বিনী কুমার দত্ত 

Friday, July 29, 2016

সাধারন জ্ঞান

সাধারন জ্ঞান

1•স্বাধীন ভারতে প্রথম সাধারন নির্বাচন অনুষ্ঠিত হয় কোন সালে  ?
উঃ-1951(২৫শে অক্টোবর ১৯৫১ ও ২১শে ফেব্রুয়ারি ১৯৫২ সালে)
2•কোন সালে সুভাষ চন্দ্র বসু তাঁর এলগিন রোডের বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন  ?
উঃ-19 th January,1941
3•'আল -হিলাল ' কে প্রকাশ করেছিলেন  ?
উঃ-আবুল কালাম আজাদ(13/07/1912)
4•'দ্যা  জিওগ্রাফি আফ্ পুরানস' বইটির রচয়িতা কে?
উঃ-Syed Muzafer Ali(1966)
5•WTO -এর আগে কী নাম ছিল?
উঃ-GATT(General Agreement on Tariffs and Trade (GATT))
6• কোন নদীতে 'কানাডা ড্যাম' অবস্থিত  ?
উঃ-ময়ূরাক্ষী(Massanjore Dam)

7•"Long Walk to Freedom" বইটির লেখক কে?
উঃ-নেলসন ম্যান্ডেলা(1995)
8•কোন বছর রেলওয়ে বোর্ড স্থাপিত হয়েছিল?
উঃ-18th Feb,1905
9•লোকসভার প্রথম অধ্যক্ষ কে ছিলেন?
উঃ-গনেশ বাসুদেব মাভালঙ্কার( 15/05/1956)
10•কার আদেশে  'মহাভারত' বাংলায় অনূদিত হয়?
উঃ- আলাউদ্দিন হুসেন শাহ

Tuesday, July 26, 2016

সাধারণ জ্ঞান

                WB JOB AND EXAM
                        সাধারণ জ্ঞান
1•থিয়সোফিক্যাল সোসাইটি -এর কেন্দ্রীয় কার্যালয় ভারতের কোথায় অবস্থিত ছিল? 
উঃ-Adyar,Chennai
2.ছন্দাগায়েন কোন শৃঙ্গ অভিযানের সময় নিখোঁজ হন?
উঃ-কাঞ্চনজঙ্ঘা(20 শে মে 2014)
3•টপোগ্রাফিক্যাল মানচিত্র নির্মাতা Survey of India -এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
উঃ-দেরাদুন
4•ভারতে সিভিল সার্ভিস কার আমলে শুরু হয়?
উঃ- লর্ড কর্ণওয়ালিস
5• লর্ডমাউন্টব্যাটেন কাকে ,'একাই এক সীমান্ত বাহিনী 'বলে উল্লেখ করেছে?
উঃ-মোহনদাস করমচাঁদ গান্ধী 
6•লেকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত?
উঃ-মনিপুর
7•কোন হিন্দু শাস্ত্র আম্বেদকর কবে জনসম্মুখে পুড়িয়ে ফেলে?
উঃ-মনুস্মৃতি, 25 ডিসেম্বর, 1927
8•1942 সালে কোথায় 'স্বরাজ পঞ্চায়েত 'তৈরি হয়?
উঃ-তমলুক,পশ্চিমবঙ্গ
9•ভারতে কোথায় প্রথম আর্যরা চিরস্থায়ী বসতি স্থাপন করেন?
উঃ-পাঞ্জাব
10•NATO -এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
উঃ-ব্রাসেলস্ ,বেলজিয়াম 

Monday, July 25, 2016

সপ্তাহিক ঘটনাপঞ্জী

এই ই-ম্যাগাজিনটি ডাউনলাডকরতে
নীচের লিঙ্কে যাও… …Click here for downlod e-magazine

Sunday, July 24, 2016

সাধারণ জ্ঞান


সাধারন জ্ঞান
1-ভারতে ব্রিটিশ শাসনকে কে 'অ-ব্রিটিশ শাসন' বলেছেন?
উ:-দাদাভাই নৌরজী
2-'আমার দেশকে ভালবাসা যদি অপরাধ হয়,তবে আমি অপরাধী '-কে বলেছেন?
উ:- অরবিন্দ ঘোষ
3-ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে?
উ:-অ্যানি বেসান্ত
4-তুর্কিদের মধ্যে প্রথম কে ভারত আক্রমণ করেন?
উ:-সবুক্তগীন
5-ব্যাঙ্কং কোন নদীর তীরে অবস্থিত?
উ:-Chao Phraya
6-শিকাগো ধর্মমহা সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয?
উ:-1893 সালে 
7-'Servants of India Socity' -কে প্রতিষ্ঠা করেন?
উ:-গোপাল কৃষ্ণ গোখলে
8-1857সালের মহাবিদ্রোহ - কে " একটি পরিকল্পিত জাতীয় স্বাধীনতার যুদ্ধ " এই বলে কে অভিহিত করেন?
উ:-বিনায়ক দামোদর সাভারকর
9-'ভারতের মহান বৃদ্ধ' নামে কে পরিচিত?
উ:-দাদাভাই নৌরজী
10-লুনী নদীর উৎপত্তিস্থল কোথায়?
উ:-আরাবল্লী পর্বতের পুষ্কর হ্রদ

Saturday, July 23, 2016

সাধারণ জ্ঞান

সাধারন জ্ঞান
1-ভিটামিন শব্দটি কে প্রথম ব্যাবহার করেন?
উ:- ফুঙ্ক
2-"ভারতের  অর্ধনগ্ন ফকির "-ব্রিটিশ প্রধানমন্ত্রী কার সম্বন্ধে বলেছিল  ?
উ:-গান্ধীজি
3-"সনাতনপন্থী সংস্কারক" -কাকে বলা হয়  ?
উ:-বিদ্যাসাগর
4-টিপু সুলতানের রাজধানী কোথায় ছিল  ?
উ:-সেরেঙ্গাপট্টম
5-"দিব্য জীবন "(লাইফ ডিভাইন)  -এর লেখক  কে?
উ:-অরোবিন্দ ঘোষ
6-"অমৃতবাজার পত্রিকা " কে প্রতিষ্ঠা করেন?
উ:-শিশির কুমার ঘোষ
7-শিবাজীর রাজ্যাভিষেক কবে হয়েছিল   ?
উ:-1674 সালে ৷
8-নাদির শাহ কবে ভারত আক্রমন করেন  ?
উ:-1739 খ্রীঃ
9-চেঙ্গিস খাঁ কবে ভারত আক্রমন করে  ?
উ:-1221 খ্রীঃ
10-"শের ই পাঞ্জাব " কাকে বলা হয়  ?
উ:- লালা লাজপত রায়

Thursday, July 21, 2016

সাধারন জ্ঞান -বর্তমান ঘটনা

                সাধারন  জ্ঞান -বর্তমান ঘটনা

1-কোন ভারতীয়  Software Inginner  টাইম ম্যাগাজিন -এর "Next Generation Leader"2016 তালিকায় জায়গা করে নিয়েছে    ?
উ:-উমেশ সাচদেব(3rd june  realesed Time magazine list)
2.12 june2016 একটি Gay Night Club এ জঙ্গীরা আরল্যান্ডোর 49 জন মানুষ কে হত্যা  করে, আরল্যান্ডো কোন দেশে  অবস্থিত?
উ:-আরল্যান্ডো আমেরিকা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা তে অবস্থিত ৷
3-বাংলাদেশের Holey Artisan বেকারিতে জঙ্গী হামলার সময় বাংলাদেশের সশস্ত্র বাহিনী উদ্ধারের জন্য যে অভিযান চালায় তার নাম কী দেওয়া হয়েছিল?
উ:- Operation Thunderbolt (1 july, 2016)
4- 5 july 2016 নরেন্দ্র মোদী তার মন্ত্রী সভায়  আরো কত জন নতুন মন্ত্রী সংযোজন করেন?
উ:- 19 জন
5-"World Skill Day " কবে উৎযাপন করা হয়?
উ:-15 জুলাই (এবছরের থিম ছিল-"Skill development to improve,youth employment"
6."World Population Day " কবে উৎযাপন করা হয়?
উ:-11জুলাই (এবছরের থিম ছিল-"Investing in teenage girls)
7-পৃথিবীর সর্ববৃহৎ টেলিস্কোপ সম্প্রতি কোন দেশে  নির্মাণ হল?
উ:- চীন( 3 rd July 2016)
8- সম্প্রতি কোন দেশ সম্পূর্ণ বন ধ্বংস নিষিদ্ধ করেছে?
উ:-নরওয়ে
9-"City Animal of Guahati " কোন প্রানীকে করা হয়ছে?
উ:- ডলফিন (গঙ্গা)  (6 th June 2016)
10-ভারতের কোথায় "White Tiger Safari" চালু করা হল-?
উ:-মুুকুন্দপুর,মধ্যপ্রদেশ (3rd April 2016)

সাধারন জ্ঞান -বর্তমান ঘটনা

                সাধারন  জ্ঞান -বর্তমান ঘটনা

1-কোন ভারতীয়  Software Inginner  টাইম ম্যাগাজিন -এর "Next Generation Leader"2016 তালিকায় জায়গা করে নিয়েছে    ?
উ:-উমেশ সাচদেব(3rd june  realesed Time magazine list)
2.12 june2016 একটি Gay Night Club এ জঙ্গীরা আরল্যান্ডোর 49 জন মানুষ কে হত্যা  করে, আরল্যান্ডো কোন দেশে  অবস্থিত?
উ:-আরল্যান্ডো আমেরিকা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা তে অবস্থিত ৷
3-বাংলাদেশের Holey Artisan বেকারিতে জঙ্গী হামলার সময় বাংলাদেশের সশস্ত্র বাহিনী উদ্ধারের জন্য যে অভিযান চালায় তার নাম কী দেওয়া হয়েছিল?
উ:- Operation Thunderbolt (1 july, 2016)
4- 5 july 2016 নরেন্দ্র মোদী তার মন্ত্রী সভায়  আরো কত জন নতুন মন্ত্রী সংযোজন করেন?
উ:- 19 জন
5-"World Skill Day " কবে উৎযাপন করা হয়?
উ:-15 জুলাই (এবছরের থিম ছিল-"Skill development to improve,youth employment"
6."World Population Day " কবে উৎযাপন করা হয়?
উ:-11জুলাই (এবছরের থিম ছিল-"Investing in teenage girls)
7-পৃথিবীর সর্ববৃহৎ টেলিস্কোপ সম্প্রতি কোন দেশে  নির্মাণ হল?
উ:- চীন( 3 rd July 2016)
8- সম্প্রতি কোন দেশ সম্পূর্ণ বন ধ্বংস নিষিদ্ধ করেছে?
উ:-নরওয়ে
9-"City Animal of Guahati " কোন প্রানীকে করা হয়ছে?
উ:- ডলফিন (গঙ্গা)  (6 th June 2016)
10-ভারতের কোথায় "White Tiger Safari" চালু করা হল-?
উ:-মুুকুন্দপুর,মধ্যপ্রদেশ (3rd April 2016)

Wednesday, July 20, 2016

সধারন জ্ঞান -বিজ্ঞান

              সধারন জ্ঞান -বিজ্ঞান

1-মরফিন কে আবিষ্কার  করেন?
উ:-ফ্রিডরিচ সারটুমার(জার্মানি) 1805 সালে ৷
2-ডিজেল ইঞ্জিন -এর আবিষ্কর্তা কে  ?
উ:-রুডলফ ডিজেল(জার্মানী) 1892 সালে ৷
3-পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্রটির নাম কী  ?
উ:-আলফা সেনটাউরি ৷
4-"পৃথিবী নিজে একটি চুম্বক "- প্রথম কে বলেন?
উ:-গিলবার্ট
5- ইলেকট্রিক বাল্বে কোন গ্যাস থাকে?
উ:-নাইট্রোজেন
6- মানুষের রক্তে PH -এর মান কত?
উ:- 7·5
7. কোন গ্যাসকে লাফিং গ্যাস বলা হয় ?
উ:-নাইট্রাস অক্সাইড

8- বায়োলজি 'Biology'কথাটির প্রবর্তন কে করেন?
 উ:-ল্যামার্ক
9-আত্মঘাতীস্থলী-কাকে বলে?
উ:- লাইসোজোম
10-চিংড়ির রেচন অঙ্গের নাম কী?
উ:-গ্রীন গ্ল্যান্ড
11-কুকুরের মুখে  দাঁতের সংখ্যা  কত?
উ:-44 টি
12- পীতবিন্দু কোথায়  অবস্থিত?
উ:- চোখের রেটিনায় ৷
13-ছত্রাক বিদ্যাকে কী বলে?
উ:-  মাইকোলজি
14-জীববিদ্যার জনক কে?
উ:- অ্যারিস্টটল
15-কোন প্রাণীকে  ডেভিল মাছ বলে?
উ:-অক্টোপাস কে ৷

Tuesday, July 19, 2016

সাধারণ জ্ঞান -খেেলা

                          সাধারন জ্ঞান

1• কে ভারতের  প্রথম ODI (international) ক্যাপটেন -
উ:-অজিত ওয়াড়েকর
2•কোথায়  প্রথম ভারত একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে -
উ:-হিয়েডিংলে, ইংল্যান্ড (13/07/1974)
3•ভারতের প্রথম BCCI প্রেসিডেন্ট  কে-
উ:-Raymond Eustace Grant Govan(বর্তমান প্রেসিডেন্ট -অনুরাগ ঠাকুর)
4•রাহুল দ্রাবিড় -এর পুরো নাম কী-
উ:-রাহুল সরদহ দ্রাবিড়
5•কমনওয়েলথ গেমস কবে প্রথম শুরু হয়-
উ:-1930(হ্যামিল্টন, কানাডা)
6•কপিল দেবের আন্তর্জাতিক টেষ্ট ক্রিকেটে উইকেট সংখ্যা কতো-
উ:-434
7•কত সালে ভারত (nation)প্রথম  অলম্পিকে অংশগ্রহন করে-
উ:-1920(Antwerp,Belgium)
8.2016 ICC test ranking অনুসারে কোন দেশ শীর্ষ স্থান দখল করেছে -
উ:-অস্ট্রেলিয়া (ভারত দ্বিতীয় স্থানাধিকারী)
9•2016 Wimbeldon Championship -এ কে মহিলাদের সিঙ্গেলস খেতাব বিজয়ী -
উ:-সেরেনা উইলিয়ামস
10•2016 ICC T20 Ranking অনুসারে কোন ব্যাটসম্যান শীর্ষ স্থান দখল করেছে -
উ:-বিরাট কোহলি

Monday, July 18, 2016

সধারন জ্ঞান-খেলা

                     সাধারন জ্ঞান-খেলা


1.কোন ভারতীয় প্রথম টেস্ট ক্রিকেটে 10000 রান পূর্ণ করেন-
ক-সচিন টেন্ডুলকর খ-সুনীল গাভাষ্কর. গ-রবি শাস্ত্রী
উ:-সুনীল গাভাষ্কর
2.কোন ভারতীয় ODI ক্রিকেটে প্রথম 10000 রান পূর্ণ করেন ?
ক-সচিন টেন্ডুলকার খ-রাহুল দ্রাবীর. গ-সৌরভ গাঙ্গুলি
উ:-সচিন টেন্ডুলকার
3.কোন ভারতীয় প্রথম টেস্ট ক্রিকেটে হ্যাট্রিক (উইকেট) করেন-
ক-কপিল দেব. খ-হরভজন সিং  গ- জাহির খান
উ:-হরভজন সিং(2001-এ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে)
4.কোন ভারতীয় প্রথম ক্যাপ্টেন হিসাবে নিযুক্ত হন-
ক-কপিল দেব. খ-অজিত ওয়াদেকর গ-C.K. Nayudu
উ:-C.K.Nayudu(1932)
5. ভারত কবে প্রথম টেস্ট ম্যাচ খেলে-
ক-25 শে জুন 1932. খ- 1মে 1932. গ-24 শে এপ্রিল 1932
উ:-25 শে জুন 1932 (ইংল্যান্ডের সাথে ,লর্ডস)
6.ভারতে প্রথম এশিয়ান গেমস কবে অনুষ্ঠিত হয়-
ক-1951. খ-1952. গ-1953
উ:-1951 সালে দিল্লীতে অনুষ্ঠিত হয়)
7.2016 সুলতান আজম শাহ কাপ(হকি) বিজয়ী কোন দেশ-
ক-পাকিস্তান খ-ভারত গ-অস্ট্রেলিয়া
উ:-অস্ট্রেলিয়া (ভারত রানার্স আপ হয়েছিল)
8.কোন ভারতীয় মহিলা প্রথম এশিয়ান গেমস -এ সোনা জেতে-
ক-অর্পিতা কর. খ-কোমলজিৎ সান্ধু  গ-বিনালি ঠাকুর
উ:-কোমলজিৎ সান্ধু(1970)
9.রিকি পন্টিং নীচের কোন নামে পরিচিত-
ক-The Rickgter.   খ-Ponter   গ-Punter
উ:-Punter
10. ভারত কবে অলম্পিক হকিতে প্রথম সোনা জেতে-
ক-1928. খ-1927.  গ-1926
উ:-1928(আমস্টারডাম)

Sunday, July 17, 2016

পরীক্ষা প্রস্তুতি


WB JOB AND EXAM-EXAM preparation

নিজেকে তৈরি করো....আগামি পরীক্ষার জন্য


  1. 'বিদ্যাপতির পদাবলী' কোন ভাষায় রচিত-

  2. সংস্কৃত
    বাংলা
    মৈথিলী

  3. ভক্তি আন্দোলনের নেতা নামদেব কোন অঞ্চলের-

  4. মহারাষ্ট্র
    রাজস্থান
    উত্তরপ্রদেশ

  5. মুঘল যুগে তাম্র মুদ্রার নাম কী-

  6. টাকা
    দাম
    মনা

  7. 'চৈতন্যচরিতামৃত' কে রচনা করেন-

  8. লোচন দাস
    কৃষ্ণদাস কবিরাজ
    বৃন্দাবন দাস

  9. 'কাশ্মীরের আকবর' কাকে বলা হয়-

  10. জয়নাল আবেদনি
    বাদশহ খান
    ফারুক আবদুল্লা

  11. 'আরবী সম্বত' কে প্রচলন করেন-

  12. হুমায়ুন
    আকবর
    ঔরঙ্গজেব

  13. কত সালে শিবাজী মারা যায়-

  14. 1680
    1661
    1675

  15. ঔরঙ্গজেব-এর সম্রাজ্য কটি সুবাই বিভক্ত ছিল-

  16. 17
    21
    30

  17. ঔরঙ্গজেব কাকে রাজা উপাধি দিয়েছিল-

  18. শিবাজী
    আফজল খাঁ
    শায়েস্তা খাঁ

  19. লাল কেল্লা কার আমলে নির্মিত-

  20. সাহাজাহান
    জাহাঙ্গির
    আকবর





পরীক্ষা প্রস্তুতি

প্রস্তুতি নাও -তৈরি করো নিজেকে আগামী পরীক্ষার জন্য

প্রাকটিস সেট..Click here...

Friday, July 15, 2016

সাধারন জ্ঞান-নদী ও নদী বাঁধ

                   
সাধারন জ্ঞান-নদী ও নদী বাঁধ
1.আলেকজাণ্ডারের সাথে পুরুর 326 খ্রীষ্ট পূর্বাব্দে হিদাসপিসের যুদ্ধ সংঘটিত হয় হিদাসপিস নদীর তীরে ,, নদীটির বর্তমান নাম কী-
ক-সাতলেজ  খ-ইন্দাস. গ-ঝিলম
উ:-ঝিলম(জম্মু ও কাশ্মিরে অবস্থিত)
2.কোন নদীর গতিপথে কোনো ব-দ্বীপ দেখা যায় না-
ক-সিন্ধু  খ-কৃষ্না   গ-নরমদা
উ:-নরমদা
3.নিউইয়র্ক শহর কোন নদীর তীরে অবস্থিত-
ক-হাডসন. খ-সেন্ট লরেন্স  গ-দানিয়ুব
উ:-হাডসন
4.কোন নদীর উপর কোন ব্রীজ গড়ে ওঠেনি-
ক-নীল.  খ-হোয়াং হো  গ-আমাজন
উ:-আমাজন(2011 সালে ১ টি মাত্র গড়ে ওঠে The Manaus Iranduba Bridge)
5.কোন দেশে নদী নাই-
ক-সৌদি আরব. খ-ইরাক. গ-ইরান
উ:-সৌদি আরব
6.পৃথিবীর গভীরতম নদী কোনটি-
ক-আমাজন. খ-কঙ্গো  গ-ভলগা
উ:-কঙ্গো
7.'বিহারের দুঃখ' কোন নদীকে বলা হয়-
ক-কোশী   খ- তাপ্তী  গ-শোন
উ:-কোশী
8.পুনে শহর কোন নদীর পার্শ্ববর্তী অঞ্চলে অবস্থিত-
ক-মুঠা   খ- মুসি    গ-কোশি
উ:-মুঠা
9.ভাকরা-নাঙ্গাল বাঁধ কোন নদীর উপর গড়ে উঠেছে-
ক-রোবি  খ-সতলুজ. গ-কোশী
উ:-সতলুজ(হিমাচল প্রদেশ)
10.দক্ষিন ভারতের গঙ্গা কোন নদীকে বলা হয়-
ক-কৃষ্ণা   খ- কাবেরি   গ-গোদাবরী
উ:-গোদাবরী
11.হিরাকুঁদ বাঁধ কোন নদীর উপর গড়ে উঠেছে-
ক-ভাগিরথী  খ-গোদাবরী   গ-মহানদী
উ:-মহানদী(এটি ভারতের দীর্ঘতম নদীবাঁধ,ওড়িষ্যা)
12.তেহরি বাঁধ কোন নদীর উপর গড়ে উঠেছে-
ক-ভাগিরথী  খ-কাবেরী   গ-কৃষ্ণা
উ:-ভাগিরথী(ভারতের উচ্চতম নদীবাঁধ,উত্তরাখন্ড)

Thursday, July 14, 2016

সাধারন জ্ঞান(ইতিহাস-মোঘল সম্রাজ্য)

                        
                    সাধারন জ্ঞান(ইতিহাস-মোঘল সম্রাজ্য)
1.মোঘল সম্রাজ্যের স্থায়িত্বকাল নির্ণয় করো-
ক-1626-1860. খ-1526-1871. গ-1526-1857
উ:-1526-1857 খ্রিস্টাব্দ
2.মোঘল সম্রাট মুহম্মদ শাহ র আসল  নাম কী-
ক-খাজাস্তা আখতার. খ- রোশন আখতার. গ-মহম্মদ আখতার
উ:-রোশন আখতার (১২ তম মোঘল সম্রাট ছিলেন)
3.বিজাপুর রাজ্যের  প্রতিষ্ঠাতা কে-
ক- ইউসুফ  আদিল শাহ. খ-দ্বিতীয় মেহেমুদ গ-সিকান্দার আদিল শাহ
উ:-ইউসুফ আদিল শাহ(1490-1510)
4.কোন মোঘল সম্রাটের আমলকে "স্থাপত্য শিল্পের স্বর্ণযুগ " বলা হয়-
ক-আকবর খ-সাহাজাহান. গ-জাহাঙ্গীর
উ:-সাহাজাহান -এর আমলকে .
5.কে আলাই দরওয়াজা -এর প্রতিষ্ঠাতা-
ক-আলাউদ্দিন খলজি  খ- ইলতুতমিস. গ-আদম খান
উ:-আলাউদ্দিন খলজি
6.দ্বিতীয় শাহ আলমের অন্য অর একটি নাম কী-
ক-মির্জা নাজাফ খান খ- দ্বিতীয় আলমগীর গ-আলি গোহর
উ:-আলি গোহর(15th Mughal Emperor
Reign- 10 October 1760 – 31 July 1788, 16)
7.আকবরের রাজসভায় রানী এলিজাবেথ কাকে প্রেরন করেছিলেন গুজরাটে বানিজ্য করার  জন্য-
ক- স্যার টমাস রো  খ-উইলিয়াম হকিন্স গ-জন মিলডেনহল
উ:-জন মিলডেনহল
8.মোঘল কাছে বানিজ্যের উদ্দেশ্যে প্রথম আসে-
ক-পর্তুগীজ. খ- ডাচ  গ-বৃটিশ
উ:-পর্তুগীজ
9.আকবর কোন স্থান জয়ের পর স্মৃতি স্মারক হিসাবে বুলন্দ দরওয়াজা নির্মান করেন-
ক-ওড়িশ্যা  খ- কান্দাহার. গ-গুজরাট
উ:-গুজরাট in1601 "Buland Darwaza is Highest gateway in the world"
10.কোন মোঘল সম্রাট শ্রীনগরে শালিমার গার্ডেন তৈরি করে-
ক- আকবর খ-জাহাঙ্গীর. গ-শাহাজাহান
উ:-জাহাঙ্গীর( তার স্ত্রী নূরজাহানের জন্য 1619 সালে)

Wednesday, July 13, 2016

সাধারন জ্ঞান

   সাধারন জ্ঞান

1.গুপ্ত সম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে-
ক-শ্রী গুপ্ত খ-১ ম চন্দ্র গুপ্ত  গ- 2য় চন্দ্র গুপ্ত
উ:-শ্রী গুপ্ত
2.তাজমহল কবে  UNESCO. এর World Heritage Site এর অন্তর্ভুক্ত হয়-
ক- 1982 সালে  খ- 1983 সালে  গ-1984 সালে
উ:-1983 সালে
3. ওয়াটার লু-এর যুদ্ধ কবে শুরু হয়-
ক-18 জুন 1815 খ- 19 শে জুন 1914 গ-19 জুন 1815
উ:-18 জুন 1815
4."The Origin Of Species "-কার রচনা-
ক-গ্রেগর জোহান মেন্ডল খ- সিগম্যান গ-চার্লস ডারউইন
উ:-চার্লস ডারউইন
5.আলেকজাণ্ডার ফ্লেমিং কবে পেনেসিলিন আবিষ্কার করেন-
ক-1927 খ-1928 গ-1929
উ:-1928
6.দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময় 6 ঐ আগষ্ট 1945 সালে জাপানের হিরোসিমা শহরে নিক্ষেপিত পারমানবিক বোমটির নাম কী-
ক-'Fat Boy'. খ- Fat Man গ-Little Boy
উ:-Little Boy
7.প্রথম উপগ্রহ Sputnik 1  কবে উৎক্ষেপন করা হয়-
ক- 4 th Oct 1957 খ-5th October 1957 গ-5 th Oct 1956
উ:-4th Oct 1957 (সোভিয়েত ইউনিয়ন)
8." Good Country 2015 Index " অনুসারে ভারতের স্থান কত নম্বরে আছে-
ক-160 তম. খ. 80 তম. গ-70 তম
উ:-70তম(সুইডেন প্রথম স্থানাধীকারি)
9.বিশ্বের দীর্ঘতম রেল টানেল "গদার্ড বেস টানেল"(GBT) কোথায় অবস্থিত-
ক-জাপান খ-কানাডা গ-সুইজারল্যান্ড -এ
উ:-সুইজারল্যান্ডে
10.ওয়ার্ল্ড হেল্থ অর্গানাইজেশন(WHO) এর বর্তমান র্ডিরেক্টর জেনারেল হলেন-
ক- অ্যাঞ্জেলা মার্কেল. খ-মার্গারেট চ্যান গ-সুশীলা কার্কি
উ:-মার্গারেট চ্যান

Tuesday, July 12, 2016

সাধারন জ্ঞান

                     

                      সাধারন জ্ঞান
1. মঙ্গল সম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে-
ক-বাতু খান.  খ-চেঙ্গিস খান  গ-গুযুক খান
উ:-চেঙ্গিস খান
2. মার্কোপোলো কবে জন্মগ্রহন করেন-
ক-1254. খ-1255. গ-1256
উ:-1254 (ভেনিস) তার লেখা বইয়ের নাম'The Traveled of Marko Polo'
3.চন্দ্রযান-১  কবে প্রেরণ করা হয়-
ক-20 শে অক্টোবর 2008 খ-21শে অক্টোবর 2008 গ-22 শে অক্টোবর 2008
উ:-22 শে অক্টোবর 2008(এটি চাঁদের উদ্দেশ্যে প্রেরিত ভারতের প্রথম উপগ্রহ  )
4.15 ঐ আগষ্ট 1947 সালে গান্ধীজী কোথায় ছিলেন-
ক-সুরাট খ-আমেদাবাদ গ-কলকাতা
উ:-কলকাতা(ঐ সময় কলকাতা তে হিন্দু-মুসলিমের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছিল তা বন্ধ করতে)
5. ভারতের প্রথম উপগ্রহ আর্যভট্ট এটি কবে প্রেরণ করা হয়-
ক-19 শে এপ্রিল 1975  খ-20 শে এপ্রিল 1975  গ-21 শে এপ্রিল 1975
উ:-19 শে এপ্রিল 1975 (1976 ও 1977 সালের 2টাকার নোটে  আর্যভট্ট এর ছবি থাকত)
6.নীল অ্যামস্ট্রং ও এডউইন অ্যলড্রিন কবে চাঁদের মাটিতে পা দেয়-
ক-19 শে জুলাই 1969 খ-20 শে জুলাই 1969. গ-21 শে জুলাই 1969
উ:-20 শে জুলাই 1969(নীল অ্যামস্ট্রং প্রথম চাঁদের মাটিতে পা দেয়)
7.প্রথম আধুনিক অলম্পিক কোথায় অনুষ্ঠিত হয়-
ক-এথেন্স   খ-বেজিং  গ-প্যারিস
উ:-ক-এথেন্স ,গ্রীস (1896 সালে অনুষ্ঠিত হয়)(প্রথম অনুষ্ঠিত হয় অলম্পিয়া,গ্রীস)
8.প্রথম ভারতীয় রেল কবে যাত্রা শুরু করে-
ক-15 এপ্রিল 1853 খ-16 এপ্রিল 1853 গ-17 এপ্রিল 1853
উ:-16 এপ্রিল 1853 (এটি একটি প্যাসেঞ্জার ট্রেন,-- বরি বান্দার,বোম্বে থেকে থানে -এর মধ্যে যাত্রা শুরু করে)
9.17 তম IIFA Awards এ  শ্রেষ্ঠ চলচ্চিত্র কোনটি-
ক-বজরঙ্গী ভাইজান  খ- পিকু  গ-বাজিরাও মস্তানি
উ:-ক-বজরঙ্গী ভাইজান (23 শে জুন থেকে 26 শে জুন 2016 স্পেনের মাদ্রিদে অনুষ্ঠিত হল আইফা(IIFA) পুরস্কার বিতরণী অনুষ্ঠান)
10. World Oceans Day কবে পালন করআ হয়-
ক-21 শে জুন  খ-8 ঐ জুন. গ-22 শে জুন
উ:- 8 ঐ জুন.  (এবছরের থিম ছিল-Healthy Oceans, Healthy Planet)

Sunday, July 10, 2016

সাধারন জ্ঞান

                             সাধারন জ্ঞান

1.পৃথিবীর প্রথম ম্যাগাজিন হল ' ERBAULICHE MONATHS UNTERREDUNGEN'.  এটি কত সালে আত্মপ্রকাশ করেছিল-
ক-1663 খ-1664 গ-1665
উ:-1663
2.প্রথম মহিলাদের ম্যাগাজিন হল-
ক-Ladies Mercury খ-Woman Era গ-Woman's Day
উ:-Ladies Mercury (1693)
3.সময়ের সাথে যুক্ত AM(ante meridiem) ও PM(post meridiem). শব্দ দুটি কোন ভাষা থেকে এসেছে-
ক - গ্রীক   খ-ল্যাটিন.  গ- ইংরেজি
উ:-খ-ল্যাটিন
4.ক্লিমেণ্ট এটলি পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল হিসাবে কবে আলি জিন্নার নাম সুপারিশ করেন-
ক-1947 এর 7 ঐ জুলাই খ-1947 এর 9 ঐ জুলাই গ-1947 এর 10 ঐ জুলাই
উ:-1947 এর 10 ঐ জুলাই
5. ভারত তথা এশিয়ার প্রথম মহিলা ট্রেন চালকের নাম কী-
ক-সুলোচোনা মিশ্র  খ-সুরেখা যাদব গ-নয়না যাদব
উ:-সুরেখা যাদব
6.ভারতের প্রথম Crowd-Funded. Electric Bike হল-
ক-Hero খ-Honda. গ-Spero
 উ:-Spero
7.শিক্ষা ব্যবস্থার Ranking  অনুযায়ী বিশ্বের কোন দেশ প্রথম স্থানাধীকারি(2015-16)-
ক-জাপান খ-কানাডা গ-দঃ কোরিয়া
উ:-  দঃ কোরিয়া
8.ভারতের প্রথম বাঁধ হল-
ক-হিরাকুঁদ. খ-ভাকরা-নাঙ্গাল. গ-কাল্লানাঈ
উ:-গ-কাল্লানাঈ
9.ভারতে প্রথম Miss World  খেতাব  পায়-
ক-ঐশ্বর্য রাঈ  খ-রিতা ফারিয়া     গ-দিয়ানা
উ:-খ-রিতা ফারিয়া
10. ভারতের প্রথম মহিলা বিচারালয় কোথায় অবস্থিত-
ক-সুরাট(গুজরাট). খ-মুম্বাই (মহারাষ্ট্র)  গ-মালদা(পশ্চিমবঙ্গ)
উ:-মালদা