Thursday, June 30, 2016

সাধারন জ্ঞান (ভারতের ইতিহাস)

          সাধারন জ্ঞান (ভারতের ইতিহাস)

1.মহাবীর কার নিকট সন্যাসধর্ম গ্রহণ করেন-
(A)ঋষভ. (B)পার্শ্বনাথ. (C). গোমাল
উ:-গোমাল
2.দ্বিতীয় অশোক কাকে বলা হয়-
(A).কণিষ্ক (B). শশাঙ্ক(C)হর্ষবর্ধন -কে
উ:-কণিষ্ক
3.বাংলার মুকুটহীন রাজা বলা হয়-
(A)বিপিনচন্দ্র পাল. (B)অরবিন্দ ঘোষ. (C). সুরেন্দ্র নাথ বন্দোপাধ্যায়-কে
উ:-সুরেন্দ্র নাথ বন্দোপাধ্যায়
4.ভারতীয় বিপ্লববাদের জননী বলা হয়-
(A)অ্যানি বেসান্ত. (B)মাদাম কামা. (C). প্রিতিলতা ওয়েদ্দার -কে
উ:-মাদাম কামা
5.মহাভারতের আদি নাম হল-
(A).জয়াসংহিতা (B)বৃহৎ কথা. (C)  মহাপুরান
উ:জয়াসংহিতা
6.আলেকজাণ্ডারের গৃহ শিক্ষক ছিলেন কে-
(A).অধ্যাপক গার্নার (B).প্লেটো  (C) অ্যারিস্টেটল
উ:-অ্যারিস্টেটল
7.রানী লক্ষীবাঈ ইংরেজদের সাথে যুদ্ধ করতে গিয়ে কোথায় মারা যায়-
(A)ঝাঁসি. (B).উদয়পুর (C) কল্পি
উ:-কল্পি
8.মহারাষ্ট্রের 'গণেশ' উৎসবের সূচনা করেন-
(A)বিপিনচন্দ্র পাল. (B).বাল গঙ্গাধর তিলক (C) জওহর লাল নেহেরু
উ:-বাল গঙ্গাধর তিলক
9.'বেদে মনোনিবেশ করো'- উক্তিটি কার-
(A).দয়ানন্দ সরস্বতী (B)স্বামী বিবেকানন্দ. (C) রাজা রামমোহন রায়
উ:-দয়ানন্দ সরস্বতী
10. বুদ্ধদেবের ঘোড়র নাম কী-
(A)চান্বা. (B).কণ্টক(C) আলারা কালাম
উ:-কণ্টক