1. মঙ্গল সম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে-
ক-বাতু খান. খ-চেঙ্গিস খান গ-গুযুক খান
উ:-চেঙ্গিস খান
2. মার্কোপোলো কবে জন্মগ্রহন করেন-
ক-1254. খ-1255. গ-1256
উ:-1254 (ভেনিস) তার লেখা বইয়ের নাম'The Traveled of Marko Polo'
3.চন্দ্রযান-১ কবে প্রেরণ করা হয়-
ক-20 শে অক্টোবর 2008 খ-21শে অক্টোবর 2008 গ-22 শে অক্টোবর 2008
উ:-22 শে অক্টোবর 2008(এটি চাঁদের উদ্দেশ্যে প্রেরিত ভারতের প্রথম উপগ্রহ )
4.15 ঐ আগষ্ট 1947 সালে গান্ধীজী কোথায় ছিলেন-
ক-সুরাট খ-আমেদাবাদ গ-কলকাতা
উ:-কলকাতা(ঐ সময় কলকাতা তে হিন্দু-মুসলিমের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছিল তা বন্ধ করতে)
5. ভারতের প্রথম উপগ্রহ আর্যভট্ট এটি কবে প্রেরণ করা হয়-
ক-19 শে এপ্রিল 1975 খ-20 শে এপ্রিল 1975 গ-21 শে এপ্রিল 1975
উ:-19 শে এপ্রিল 1975 (1976 ও 1977 সালের 2টাকার নোটে আর্যভট্ট এর ছবি থাকত)
6.নীল অ্যামস্ট্রং ও এডউইন অ্যলড্রিন কবে চাঁদের মাটিতে পা দেয়-
ক-19 শে জুলাই 1969 খ-20 শে জুলাই 1969. গ-21 শে জুলাই 1969
উ:-20 শে জুলাই 1969(নীল অ্যামস্ট্রং প্রথম চাঁদের মাটিতে পা দেয়)
7.প্রথম আধুনিক অলম্পিক কোথায় অনুষ্ঠিত হয়-
ক-এথেন্স খ-বেজিং গ-প্যারিস
উ:-ক-এথেন্স ,গ্রীস (1896 সালে অনুষ্ঠিত হয়)(প্রথম অনুষ্ঠিত হয় অলম্পিয়া,গ্রীস)
8.প্রথম ভারতীয় রেল কবে যাত্রা শুরু করে-
ক-15 এপ্রিল 1853 খ-16 এপ্রিল 1853 গ-17 এপ্রিল 1853
উ:-16 এপ্রিল 1853 (এটি একটি প্যাসেঞ্জার ট্রেন,-- বরি বান্দার,বোম্বে থেকে থানে -এর মধ্যে যাত্রা শুরু করে)
9.17 তম IIFA Awards এ শ্রেষ্ঠ চলচ্চিত্র কোনটি-
ক-বজরঙ্গী ভাইজান খ- পিকু গ-বাজিরাও মস্তানি
উ:-ক-বজরঙ্গী ভাইজান (23 শে জুন থেকে 26 শে জুন 2016 স্পেনের মাদ্রিদে অনুষ্ঠিত হল আইফা(IIFA) পুরস্কার বিতরণী অনুষ্ঠান)
10. World Oceans Day কবে পালন করআ হয়-
ক-21 শে জুন খ-8 ঐ জুন. গ-22 শে জুন
উ:- 8 ঐ জুন. (এবছরের থিম ছিল-Healthy Oceans, Healthy Planet)