Friday, July 15, 2016

সাধারন জ্ঞান-নদী ও নদী বাঁধ

                   
সাধারন জ্ঞান-নদী ও নদী বাঁধ
1.আলেকজাণ্ডারের সাথে পুরুর 326 খ্রীষ্ট পূর্বাব্দে হিদাসপিসের যুদ্ধ সংঘটিত হয় হিদাসপিস নদীর তীরে ,, নদীটির বর্তমান নাম কী-
ক-সাতলেজ  খ-ইন্দাস. গ-ঝিলম
উ:-ঝিলম(জম্মু ও কাশ্মিরে অবস্থিত)
2.কোন নদীর গতিপথে কোনো ব-দ্বীপ দেখা যায় না-
ক-সিন্ধু  খ-কৃষ্না   গ-নরমদা
উ:-নরমদা
3.নিউইয়র্ক শহর কোন নদীর তীরে অবস্থিত-
ক-হাডসন. খ-সেন্ট লরেন্স  গ-দানিয়ুব
উ:-হাডসন
4.কোন নদীর উপর কোন ব্রীজ গড়ে ওঠেনি-
ক-নীল.  খ-হোয়াং হো  গ-আমাজন
উ:-আমাজন(2011 সালে ১ টি মাত্র গড়ে ওঠে The Manaus Iranduba Bridge)
5.কোন দেশে নদী নাই-
ক-সৌদি আরব. খ-ইরাক. গ-ইরান
উ:-সৌদি আরব
6.পৃথিবীর গভীরতম নদী কোনটি-
ক-আমাজন. খ-কঙ্গো  গ-ভলগা
উ:-কঙ্গো
7.'বিহারের দুঃখ' কোন নদীকে বলা হয়-
ক-কোশী   খ- তাপ্তী  গ-শোন
উ:-কোশী
8.পুনে শহর কোন নদীর পার্শ্ববর্তী অঞ্চলে অবস্থিত-
ক-মুঠা   খ- মুসি    গ-কোশি
উ:-মুঠা
9.ভাকরা-নাঙ্গাল বাঁধ কোন নদীর উপর গড়ে উঠেছে-
ক-রোবি  খ-সতলুজ. গ-কোশী
উ:-সতলুজ(হিমাচল প্রদেশ)
10.দক্ষিন ভারতের গঙ্গা কোন নদীকে বলা হয়-
ক-কৃষ্ণা   খ- কাবেরি   গ-গোদাবরী
উ:-গোদাবরী
11.হিরাকুঁদ বাঁধ কোন নদীর উপর গড়ে উঠেছে-
ক-ভাগিরথী  খ-গোদাবরী   গ-মহানদী
উ:-মহানদী(এটি ভারতের দীর্ঘতম নদীবাঁধ,ওড়িষ্যা)
12.তেহরি বাঁধ কোন নদীর উপর গড়ে উঠেছে-
ক-ভাগিরথী  খ-কাবেরী   গ-কৃষ্ণা
উ:-ভাগিরথী(ভারতের উচ্চতম নদীবাঁধ,উত্তরাখন্ড)