Tuesday, July 19, 2016

সাধারণ জ্ঞান -খেেলা

                          সাধারন জ্ঞান

1• কে ভারতের  প্রথম ODI (international) ক্যাপটেন -
উ:-অজিত ওয়াড়েকর
2•কোথায়  প্রথম ভারত একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে -
উ:-হিয়েডিংলে, ইংল্যান্ড (13/07/1974)
3•ভারতের প্রথম BCCI প্রেসিডেন্ট  কে-
উ:-Raymond Eustace Grant Govan(বর্তমান প্রেসিডেন্ট -অনুরাগ ঠাকুর)
4•রাহুল দ্রাবিড় -এর পুরো নাম কী-
উ:-রাহুল সরদহ দ্রাবিড়
5•কমনওয়েলথ গেমস কবে প্রথম শুরু হয়-
উ:-1930(হ্যামিল্টন, কানাডা)
6•কপিল দেবের আন্তর্জাতিক টেষ্ট ক্রিকেটে উইকেট সংখ্যা কতো-
উ:-434
7•কত সালে ভারত (nation)প্রথম  অলম্পিকে অংশগ্রহন করে-
উ:-1920(Antwerp,Belgium)
8.2016 ICC test ranking অনুসারে কোন দেশ শীর্ষ স্থান দখল করেছে -
উ:-অস্ট্রেলিয়া (ভারত দ্বিতীয় স্থানাধিকারী)
9•2016 Wimbeldon Championship -এ কে মহিলাদের সিঙ্গেলস খেতাব বিজয়ী -
উ:-সেরেনা উইলিয়ামস
10•2016 ICC T20 Ranking অনুসারে কোন ব্যাটসম্যান শীর্ষ স্থান দখল করেছে -
উ:-বিরাট কোহলি