Saturday, July 23, 2016

সাধারণ জ্ঞান

সাধারন জ্ঞান
1-ভিটামিন শব্দটি কে প্রথম ব্যাবহার করেন?
উ:- ফুঙ্ক
2-"ভারতের  অর্ধনগ্ন ফকির "-ব্রিটিশ প্রধানমন্ত্রী কার সম্বন্ধে বলেছিল  ?
উ:-গান্ধীজি
3-"সনাতনপন্থী সংস্কারক" -কাকে বলা হয়  ?
উ:-বিদ্যাসাগর
4-টিপু সুলতানের রাজধানী কোথায় ছিল  ?
উ:-সেরেঙ্গাপট্টম
5-"দিব্য জীবন "(লাইফ ডিভাইন)  -এর লেখক  কে?
উ:-অরোবিন্দ ঘোষ
6-"অমৃতবাজার পত্রিকা " কে প্রতিষ্ঠা করেন?
উ:-শিশির কুমার ঘোষ
7-শিবাজীর রাজ্যাভিষেক কবে হয়েছিল   ?
উ:-1674 সালে ৷
8-নাদির শাহ কবে ভারত আক্রমন করেন  ?
উ:-1739 খ্রীঃ
9-চেঙ্গিস খাঁ কবে ভারত আক্রমন করে  ?
উ:-1221 খ্রীঃ
10-"শের ই পাঞ্জাব " কাকে বলা হয়  ?
উ:- লালা লাজপত রায়