Friday, July 29, 2016

সাধারন জ্ঞান

সাধারন জ্ঞান

1•স্বাধীন ভারতে প্রথম সাধারন নির্বাচন অনুষ্ঠিত হয় কোন সালে  ?
উঃ-1951(২৫শে অক্টোবর ১৯৫১ ও ২১শে ফেব্রুয়ারি ১৯৫২ সালে)
2•কোন সালে সুভাষ চন্দ্র বসু তাঁর এলগিন রোডের বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন  ?
উঃ-19 th January,1941
3•'আল -হিলাল ' কে প্রকাশ করেছিলেন  ?
উঃ-আবুল কালাম আজাদ(13/07/1912)
4•'দ্যা  জিওগ্রাফি আফ্ পুরানস' বইটির রচয়িতা কে?
উঃ-Syed Muzafer Ali(1966)
5•WTO -এর আগে কী নাম ছিল?
উঃ-GATT(General Agreement on Tariffs and Trade (GATT))
6• কোন নদীতে 'কানাডা ড্যাম' অবস্থিত  ?
উঃ-ময়ূরাক্ষী(Massanjore Dam)

7•"Long Walk to Freedom" বইটির লেখক কে?
উঃ-নেলসন ম্যান্ডেলা(1995)
8•কোন বছর রেলওয়ে বোর্ড স্থাপিত হয়েছিল?
উঃ-18th Feb,1905
9•লোকসভার প্রথম অধ্যক্ষ কে ছিলেন?
উঃ-গনেশ বাসুদেব মাভালঙ্কার( 15/05/1956)
10•কার আদেশে  'মহাভারত' বাংলায় অনূদিত হয়?
উঃ- আলাউদ্দিন হুসেন শাহ