Sunday, July 31, 2016

সাধারন জ্ঞান

                       সাধারন জ্ঞান
1•হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় কত সালে নেপালের রাজ দরবার থেকে 'চর্যাপদ ' পুঁথিটি উদ্ধার করেন  ?
উঃ-1907
2•'তারিখ -ই-ফিরোজশাহী' গ্রন্থটির রচয়িতা কে  ?
উঃ-জিয়ুদ্দিন বারানী
3•প্যারিসে 'বন্দেমাতরম ' পত্রিকাটি কে সম্পাদনা করেন  ?
উঃ-মাদাম কামা
4•ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে নির্বাচিত হয়েছিলেন?
উঃ-বদরুদদ্দিন তায়াবজী
5•আন্দামানে কোন ভারতীয় গভর্নর জেনারেল নিহত হয়েছিলেন?
উঃ-লর্ড মেয়ো
6•দিল্লীর কোন সুলতান ক্রীতদাসের জন্য একটি পৃথক দপ্তর খোলেন?
উঃ-ফিরোজ শাহ তুঘলক
7•কে বলেছিলেন 'কংগ্রেস যদি দেশ বিভাগ গ্রহন করতে ইচ্ছুক হয়,তা হবে আমার মৃতদেহের উপর দিয়ে" ?
উঃ-মোহনদাস করমচাঁদ গান্ধী 
8•আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়  ?
উঃ-8 th March
9•"আগামী পঞ্চাশ বছর ভারতীয়দের একমাত্র উপাস্য দেবতা হোক 'ভারতমাতা'" কার উক্তি  ?
উঃ-স্বামী বিবেকানন্দ
10•'স্বদেশবান্ধব সমিতি' কে প্রতিষ্ঠা করেন?
উঃ-অশ্বিনী কুমার দত্ত