সধারন জ্ঞান -বিজ্ঞান
1-মরফিন কে আবিষ্কার করেন?
উ:-ফ্রিডরিচ সারটুমার(জার্মানি) 1805 সালে ৷
2-ডিজেল ইঞ্জিন -এর আবিষ্কর্তা কে ?
উ:-রুডলফ ডিজেল(জার্মানী) 1892 সালে ৷
3-পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্রটির নাম কী ?
উ:-আলফা সেনটাউরি ৷
4-"পৃথিবী নিজে একটি চুম্বক "- প্রথম কে বলেন?
উ:-গিলবার্ট
5- ইলেকট্রিক বাল্বে কোন গ্যাস থাকে?
উ:-নাইট্রোজেন
6- মানুষের রক্তে PH -এর মান কত?
উ:- 7·5
7. কোন গ্যাসকে লাফিং গ্যাস বলা হয় ?
উ:-নাইট্রাস অক্সাইড
8- বায়োলজি 'Biology'কথাটির প্রবর্তন কে করেন?
উ:-ল্যামার্ক
9-আত্মঘাতীস্থলী-কাকে বলে?
উ:- লাইসোজোম
10-চিংড়ির রেচন অঙ্গের নাম কী?
উ:-গ্রীন গ্ল্যান্ড
11-কুকুরের মুখে দাঁতের সংখ্যা কত?
উ:-44 টি
12- পীতবিন্দু কোথায় অবস্থিত?
উ:- চোখের রেটিনায় ৷
13-ছত্রাক বিদ্যাকে কী বলে?
উ:- মাইকোলজি
14-জীববিদ্যার জনক কে?
উ:- অ্যারিস্টটল
15-কোন প্রাণীকে ডেভিল মাছ বলে?
উ:-অক্টোপাস কে ৷
1-মরফিন কে আবিষ্কার করেন?
উ:-ফ্রিডরিচ সারটুমার(জার্মানি) 1805 সালে ৷
2-ডিজেল ইঞ্জিন -এর আবিষ্কর্তা কে ?
উ:-রুডলফ ডিজেল(জার্মানী) 1892 সালে ৷
3-পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্রটির নাম কী ?
উ:-আলফা সেনটাউরি ৷
4-"পৃথিবী নিজে একটি চুম্বক "- প্রথম কে বলেন?
উ:-গিলবার্ট
5- ইলেকট্রিক বাল্বে কোন গ্যাস থাকে?
উ:-নাইট্রোজেন
6- মানুষের রক্তে PH -এর মান কত?
উ:- 7·5
7. কোন গ্যাসকে লাফিং গ্যাস বলা হয় ?
উ:-নাইট্রাস অক্সাইড
8- বায়োলজি 'Biology'কথাটির প্রবর্তন কে করেন?
উ:-ল্যামার্ক
9-আত্মঘাতীস্থলী-কাকে বলে?
উ:- লাইসোজোম
10-চিংড়ির রেচন অঙ্গের নাম কী?
উ:-গ্রীন গ্ল্যান্ড
11-কুকুরের মুখে দাঁতের সংখ্যা কত?
উ:-44 টি
12- পীতবিন্দু কোথায় অবস্থিত?
উ:- চোখের রেটিনায় ৷
13-ছত্রাক বিদ্যাকে কী বলে?
উ:- মাইকোলজি
14-জীববিদ্যার জনক কে?
উ:- অ্যারিস্টটল
15-কোন প্রাণীকে ডেভিল মাছ বলে?
উ:-অক্টোপাস কে ৷