Tuesday, July 5, 2016

সাধারন জ্ঞান(বর্তমান ঘটনা)


                                    সাধারন জ্ঞান

1.কে তুরষ্কে প্রধানমন্ত্রী নিযুক্ত হলেন-
ক-স্টিফেন সার্জম্যান খ-ফতেমা সামোরা গ-বিনালি ইলদিরিম
উ:-গ-বিনালি ইলদিরিম
2.সম্প্রতি মহারাষ্ট্র সরকার মোট কতগুলি গ্রামকে খরা অঞ্চল হিসাবে ঘোষনা করেছে-
ক-30হাজার খ-29হাজার গ-31 হাজার 
উ:-29 হাজার গ্রাম কে
3.WHO- প্রকাশিত রিপোর্ট অনুযায়ী বিশ্বের সর্বাধিক দূষিত অঞ্চল কোনটি-
ক-এলাহাবাদ. খ-বারানসী   গ-জাবোল অঞ্চল
উ:ইরানের জাবোল অঞ্চল
4.ICC-11 মে    শ্রীলঙ্কার  কোন ক্রিকেটারের উপর থেকে নিষেধঞ্জা তুলে নিল-
ক-কুমার সাঙ্গাকারা খ-তিশারা পেরেরা  গ-কুশল পেরেরা
উ:-গ-কুশল পেরেরা
5.কে ফিফা-র গভর্ন্যান্স কমিটির ডেপুটি চেয়ার ম্যান হিসাবে নিযুক্ত হলেন-
ক-ফতেমা সামোরা খ-মুকুল মুগদল. গ-অ্যাণ্ডি মারে
উ:-গ-অ্যাণ্ডি মারে
6.১ জুন 'ইসলামি ব্যাঙ্ক'এর ম্যানেজিং ডিরেক্টর হলেন-
ক-আব্দুল মান্নান খ-রহমত আলি গ-আলিয়া বেগম
উ:ক-আব্দুল মান্নান
7.'রাজ্য স্বাস্থ দপ্তর" এর 'মাল্টি ডিসিপ্লিনারি এক্সপার্ট গ্রুপ' এর (NDEG) চেয়ারপার্সন এখন কে-
ক-দিলীম মাহান্তি খ-চন্দ্রিমা ভট্টাচার্য  গ-ধরনীধর পাত্র
উ:খ-চন্দ্রিমা ভট্টাচার্য
8.এবছর হিরো হকি চম্পিয়ন্সঅ ট্রফিতে কোন দল বিজয়ী হয়েছে-
ক-পাকিস্তান খ-ভারত গ-অস্ট্রেলিয়া
উ:-গ-অস্ট্রেলিয়া
9. ভারত বিভাগের 1947 সালের কবে গৃহিত হয়-
ক-৩ রা জুন. খ-৪ ঠা জুন গ-১ ম জুন
উ:-৩রা জুন
10.'প্রত্যক্ষ সংগ্রাম দিবস কবে অনুষ্ঠিত হয়- 1946 সালের-
ক-14 ঐ আগষ্ট খ-15 ঐ আগষ্ট  গ-16 ঐ আগষ্ট
উ:-16 ঐ আগষ্ট