Saturday, July 9, 2016

সাধারন জ্ঞান

                    সাধারন জ্ঞান
1.নাগরদোলা প্রথম কত সালে আত্মপ্রকাশ করেছিল-
ক-1893 খ-1894 গ-1895
উ:-1893
2.1497  সালের  কোন তারিখে ভাস্কো ডা গামা চারটি জাহাজের সাথে ভারতের উদ্দেশ্যে পারি দেয়-
ক-14 ঐ জুলাই খ-21শে জুলাই গ-8 ঐ জুলাই
উ:-8 ঐ জুলাই
3.জওহর লাল নেহেরু  কবে পাঞ্জাবের ভাকরা-নাঙ্গাল খালের উদ্বোধন করেন-
ক-1954 সালের 8ঐ জুলাই খ-1955 সালের 8ঐ জুলাই গ-1953 সালের 8ঐ জুলাই
উ:-1954 সালের 8ঐ জুলাই
4. ভারতের জাতীয় পশু হিসাবে Royal Bengal Tiger কে কবে  নির্বাচিত করা হয়-
ক-1969 সালের 9 ঐ জুলাই খ-1970 সালের 10 ঐ জুলাই গ-1959 সালের 9 ঐ জুলাই
উ:-1969 সালের 9 ঐ জুলাই
5.পৃথিবীর প্রথম ডিজিট্যাল ক্যামেরা কবে তৈরি হয়-
ক-1893 খ-1894 গ-1975
উ:-1975
6.লন্ডনে প্রথম ভারতীয় রেস্টুরেণ্ট'Hindustan Coffee House'  কবে তৈরি হয়-
ক-1820 খ-1830 গ-1810
উ:-1810
7.ঔরঙ্গজেব তার স্ত্রী রাবিয়া -র  স্মৃতির উদ্দেশ্যে যে স্মৃতি সৌধটি নির্মান করেন তার নাম কী-
ক- BIBI KA MAQBARA খ-BIBI KA MUTAKHARA  গ-BIBI MAHAL
উ:-BIBI KA MAQBARA
8.প্রানী কোষে প্রথম মাইটোসিস দেখেন-
ক-ডারলিংটন খ-ভিরচো গ-ফ্লেমিং
উ:-ফ্লেমিং
9. গুপ্তযুগে 'পরমার্থসপ্ততি' বইটির লেখক কে-
ক-বিষ্নুশর্মা খ-বসুবন্ধু গ-শূদ্রক 
উ:-খ-বসুবন্ধু
10.ভারতের প্রথম কাগজের মুদ্রা প্রচলন করেন-
ক-মহম্মদ বিন তুঘলক খ-শেরশাহ গ-বৃটিশ সরকার
উ:-গ-বৃটিশ সরকার