Wednesday, August 3, 2016

সাধারন জ্ঞান

                      সাধারন জ্ঞান
1•"ফেল করা ব্যাঙ্কের উপর ভবিষ্যতের তারিখ দেওয়া চেক" কার আগমন উপলক্ষে গান্ধীজির এই উক্তি   ?(WBCS-2001,2015)
উঃ-ক্রিবস্ মিশন
2•"সব লাল হো জায়েগা "-কার উক্তি?(WBCS-2004,2013)
উঃ-রঞ্জিত সিং
3•"স্বরাজ আমার জন্মগত অধিকার " কে বলেছিলেন  ?(WBCS-2003,2005,2007,2012)
উঃ- বাল গঙ্গাধর তিলক
4•কে বলেছিলেন "কংগ্রেস যদি দেশ বিভাগ গ্রহণ করতে ইচ্ছুক হয়,তা হবে আমার মৃতদেহের উপর দিয়ে "?(WBCS-2011)
উঃ-মোহনদাস করমচাঁদ গান্ধী
5•"আগামী পঞ্চাশ বছর ভারতীয়দের একমাত্র উপাস্য দেবতা হোক ভারতমাতা" কার উক্তি?(WBCS-2008)
উঃ- স্বামী বিবেকানন্দ
6•"বাংলার ঘরে যত ভাই-বোন এক হউক, হে ভগবান " কে লিখেছিলেন?(WBCS-2008)
উঃ-রবীন্দ্রনাথ ঠাকুর
7•"আমি আপনাদের একটি মুসলমান প্রদেশ দিতেছি"- বলেছিলেন?(WBCS-2007)
উঃ-লর্ড কার্জন
8•"We shall make the settled fact unsettled" কার উক্তি  ?(WBCS-2006)
উঃ -সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়
9•"আমার কথা দিয়ে নয়, কাজ দিয়ে আমাকে বিচার করুন" কে বলেছিলেন?(WBCS-2006)
উঃ-লর্ড রিপন
10•"আমার দেশকে ভালোবাসা যদি অপরাধ হয়,তবে আমি অপরাধী " -এই উক্তিটি কার?(WBCS-2001,2005)
উঃ-অরবিন্দ ঘোষ
11•"শিক্ষা অপেক্ষা করিতে পারে কিন্তু স্বরাজ নয় " উক্তিটি কার?(WBCS-2005)
উঃ-মোহনদাস করমচাঁদ গান্ধী 
12•"মায়ের দেওয়া মোটা কাপড়, মাথায় তুলে নেরে ভাই " -কোন চরন কবি গেয়েছেন?(WBCS-2005)
উঃ-মুকুন্দ দাস
13•"We have nothing to fear but fear itself" উক্তিটি কার?(WBCS-2005)
উঃ-জওহরলাল নেহেরু 
14•"রাম রহিম এক হ্যায়, নাম ধরা হ্যায় দো "সুলতানি যুগে একথা কে ঘোষনা করেছিলেন?(WBCS-2004)
উঃ-কবির
15•দীন-ই-ইলাহী ছিল "আকবরের নির্বুদ্ধিতার চরম নিদর্শন " কে বলেছেন  ?(WBCS-2004)
উঃ-V.A.Smith
16•"পচনশীল  ক্ষয়ে যাওয়া গাছের গোড়াতে যদি আমরা কুঠারাঘাত করি,ডালপালা গুলি নিজের থেকেই খসে পড়বে "-এটি কার উক্তি?(WBCS-2002)
উঃ-প্রথম বাজীরাও
17•1857 সালের মহাবিদ্রোহকে "একটি পরিকল্পিত স্বাধীনতার যুদ্ধ " এই বলে কে অভিহিত করেন?(WBCS-2002)
উঃ-বিনায়ক দামোদর সাভারকর
18•আদি কংগ্রেসের সম্মেলনকে "তিন দিনের তামাসা " বলে কে উক্তি করেন?(WBCS-2001)
উঃ-অশ্বিনী কুমার দত্ত
19•"Let a hundred flowers bloom" উক্তিটি কার?(WBCS-2001)
উঃ-মাও সে তুং
20•"স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়" কার রচনা?(WBCS-2005)
উঃ-রঙ্গলাল বন্দোপাধ্যায়