WBPSC ক্লার্কশিপ আবেদন লিঙ্ক 2023
WBPSC ক্লার্কশিপ আবেদন লিঙ্ক 2023: ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন (WBPSC), 4ই অফিসিয়াল সাইটে WBPSC ক্লার্কশিপ নিয়োগ বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। WBPSC ক্লার্কশিপ নিয়োগ বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথেই WBPSC ক্লার্কশিপ আবেদন লিঙ্ক 2023 সক্রিয় করার তারিখ ও ঘোষণা করেছে। WBPSC ক্লার্কশিপ নিয়োগ 2023 এর জন্য অনলাইন আবেদন প্রক্রিয়াটি 8ই ডিসেম্বর 2023 তারিখে শুরু হবে এবং আবেদন প্রক্রিয়াটি 29শে ডিসেম্বর বিকেল 3টে অবধি চলবে। WBPSC ক্লার্কশিপ আবেদনের সরাসরি লিঙ্ক এই আর্টিকেলটিতে দেওয়া হয়েছে।
WBPSC ক্লার্কশিপ আবেদন লিঙ্ক 2023 ওভারভিউ
2023 সালের WBPSC ক্লার্কশিপ আবেদন লিঙ্ক 8ই ডিসেম্বর 2023 তারিখে সক্রিয় হবে। WBPSC ক্লার্কশিপ সম্পর্কিত একটি ওভারভিউ নিচের টেবিলে দেওয়া হয়েছে।
WBPSC ক্লার্কশিপ আবেদন লিঙ্ক 2023 ওভারভিউ | |
নিয়োগ সংস্থা | ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) |
পদের নাম | ক্লার্কশিপ |
WBPSC ক্লার্কশিপ নিয়োগ 2023 বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ | 4ই ডিসেম্বর 2023 |
অনলাইন আবেদন শুরুর তারিখ | 8ই ডিসেম্বর 2023 |
অনলাইন আবেদনের শেষ তারিখ | 29শে ডিসেম্বর(3 PM পর্যন্ত) |
আবেদন ফি | Rs.110/- |
ভ্যাকেন্সি | ঘোষিত হবে |
আবেদন মোড | অনলাইন |
অনলাইন আবেদনের লিঙ্ক | https://wbpsc.ucanapply.com |
WBPSC ক্লার্কশিপ আবেদন লিঙ্ক 2023 গুরুত্বপূর্ণ তারিখ
WBPSC ক্লার্কশিপ অনলাইন আবেদন সম্পর্কিত গুরুত্বপূর্ণ তারিখগুলি যেমন- আবেদন শুরুর ও শেষ তারিখ, আবেদন ফি জমা করার শেষ তারিখ ইত্যাদি নিচের টেবিলে দেওয়া হয়েছে।
WBPSC ক্লার্কশিপ আবেদন লিঙ্ক 2023 গুরুত্বপূর্ণ তারিখ | |
ইভেন্ট | তারিখ |
WBPSC ক্লার্কশিপ বিস্তারিত বিজ্ঞপ্তি 2023 | 4ই ডিসেম্বর 2023 |
WBPSC ক্লার্কশিপ আবেদন শুরুর তারিখ | 8ই ডিসেম্বর 2023 |
অনলাইন আবেদনের শেষ তারিখ | 29শে ডিসেম্বর(3 PM পর্যন্ত) |
WBPSC ক্লার্কশিপ অনলাইন ফি প্রদানের শেষ তারিখ | 29শে ডিসেম্বর(3 PM পর্যন্ত) |
WBPSC ক্লার্কশিপ অফলাইন ফি প্রদানের শেষ তারিখ | 30শে ডিসেম্বর 2023 |
WBPSC ক্লার্কশিপ আবেদন লিঙ্ক 2023 আবেদন ফি
WBPSC ক্লার্কশিপ পদে আবেদন করার জন্য আবেদন ফি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন তাদের অফিসিয়াল সাইটে বিস্তারিত বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করেছে। জেনারেল/OBC বিভাগের প্রার্থীদের জন্য WBPSC ক্লার্কশিপ আবেদনের ফি হল 110 টাকা+সার্ভিস চার্জ। SC/ST প্রার্থী এবং প্রতিবন্ধী ব্যক্তিদের (PwBD) 40% বা তার বেশি শারীরিক অক্ষমতা রয়েছে তাদের কোনো আবেদন ফি দিতে হবে না। আবেদন ফি নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের মাধ্যমে প্রদান করতে হবে।