Wednesday, July 13, 2016

সাধারন জ্ঞান

   সাধারন জ্ঞান

1.গুপ্ত সম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে-
ক-শ্রী গুপ্ত খ-১ ম চন্দ্র গুপ্ত  গ- 2য় চন্দ্র গুপ্ত
উ:-শ্রী গুপ্ত
2.তাজমহল কবে  UNESCO. এর World Heritage Site এর অন্তর্ভুক্ত হয়-
ক- 1982 সালে  খ- 1983 সালে  গ-1984 সালে
উ:-1983 সালে
3. ওয়াটার লু-এর যুদ্ধ কবে শুরু হয়-
ক-18 জুন 1815 খ- 19 শে জুন 1914 গ-19 জুন 1815
উ:-18 জুন 1815
4."The Origin Of Species "-কার রচনা-
ক-গ্রেগর জোহান মেন্ডল খ- সিগম্যান গ-চার্লস ডারউইন
উ:-চার্লস ডারউইন
5.আলেকজাণ্ডার ফ্লেমিং কবে পেনেসিলিন আবিষ্কার করেন-
ক-1927 খ-1928 গ-1929
উ:-1928
6.দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময় 6 ঐ আগষ্ট 1945 সালে জাপানের হিরোসিমা শহরে নিক্ষেপিত পারমানবিক বোমটির নাম কী-
ক-'Fat Boy'. খ- Fat Man গ-Little Boy
উ:-Little Boy
7.প্রথম উপগ্রহ Sputnik 1  কবে উৎক্ষেপন করা হয়-
ক- 4 th Oct 1957 খ-5th October 1957 গ-5 th Oct 1956
উ:-4th Oct 1957 (সোভিয়েত ইউনিয়ন)
8." Good Country 2015 Index " অনুসারে ভারতের স্থান কত নম্বরে আছে-
ক-160 তম. খ. 80 তম. গ-70 তম
উ:-70তম(সুইডেন প্রথম স্থানাধীকারি)
9.বিশ্বের দীর্ঘতম রেল টানেল "গদার্ড বেস টানেল"(GBT) কোথায় অবস্থিত-
ক-জাপান খ-কানাডা গ-সুইজারল্যান্ড -এ
উ:-সুইজারল্যান্ডে
10.ওয়ার্ল্ড হেল্থ অর্গানাইজেশন(WHO) এর বর্তমান র্ডিরেক্টর জেনারেল হলেন-
ক- অ্যাঞ্জেলা মার্কেল. খ-মার্গারেট চ্যান গ-সুশীলা কার্কি
উ:-মার্গারেট চ্যান