সাধারন জ্ঞান(ইতিহাস-মোঘল সম্রাজ্য)
1.মোঘল সম্রাজ্যের স্থায়িত্বকাল নির্ণয় করো-
ক-1626-1860. খ-1526-1871. গ-1526-1857
উ:-1526-1857 খ্রিস্টাব্দ
2.মোঘল সম্রাট মুহম্মদ শাহ র আসল নাম কী-
ক-খাজাস্তা আখতার. খ- রোশন আখতার. গ-মহম্মদ আখতার
উ:-রোশন আখতার (১২ তম মোঘল সম্রাট ছিলেন)
3.বিজাপুর রাজ্যের প্রতিষ্ঠাতা কে-
ক- ইউসুফ আদিল শাহ. খ-দ্বিতীয় মেহেমুদ গ-সিকান্দার আদিল শাহ
উ:-ইউসুফ আদিল শাহ(1490-1510)
4.কোন মোঘল সম্রাটের আমলকে "স্থাপত্য শিল্পের স্বর্ণযুগ " বলা হয়-
ক-আকবর খ-সাহাজাহান. গ-জাহাঙ্গীর
উ:-সাহাজাহান -এর আমলকে .
5.কে আলাই দরওয়াজা -এর প্রতিষ্ঠাতা-
ক-আলাউদ্দিন খলজি খ- ইলতুতমিস. গ-আদম খান
উ:-আলাউদ্দিন খলজি
6.দ্বিতীয় শাহ আলমের অন্য অর একটি নাম কী-
ক-মির্জা নাজাফ খান খ- দ্বিতীয় আলমগীর গ-আলি গোহর
উ:-আলি গোহর(15th Mughal Emperor
Reign- 10 October 1760 – 31 July 1788, 16)
7.আকবরের রাজসভায় রানী এলিজাবেথ কাকে প্রেরন করেছিলেন গুজরাটে বানিজ্য করার জন্য-
ক- স্যার টমাস রো খ-উইলিয়াম হকিন্স গ-জন মিলডেনহল
উ:-জন মিলডেনহল
8.মোঘল কাছে বানিজ্যের উদ্দেশ্যে প্রথম আসে-
ক-পর্তুগীজ. খ- ডাচ গ-বৃটিশ
উ:-পর্তুগীজ
9.আকবর কোন স্থান জয়ের পর স্মৃতি স্মারক হিসাবে বুলন্দ দরওয়াজা নির্মান করেন-
ক-ওড়িশ্যা খ- কান্দাহার. গ-গুজরাট
উ:-গুজরাট in1601 "Buland Darwaza is Highest gateway in the world"
10.কোন মোঘল সম্রাট শ্রীনগরে শালিমার গার্ডেন তৈরি করে-
ক- আকবর খ-জাহাঙ্গীর. গ-শাহাজাহান
উ:-জাহাঙ্গীর( তার স্ত্রী নূরজাহানের জন্য 1619 সালে)